Posts

Showing posts from March, 2022

লয় বা লাইট অব ইয়াসরব কী?

Image
আস্সালামু আলাইকুম, Light of Yasrab , যাকে সংক্ষেপে বলা হয় LoY , একটি সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক প্লাটফর্ম। লয় সবসময় অসহায় ও দরিদ্র মানুষের জন্য কাজ করে। এছাড়া লয়ের আছে অনলাইন ব্লাড ব্যাংক যার মাধ্যমে প্রতিনিয়ত স্বেচ্ছায় রক্তদান করছেন লাইট অব ইয়াসরব-লয়ের ভাইয়েরা। তাছাড়া রয়েছে লয়ের নিজস্ব ট্যুর গ্রুপ এবং  ইন-শা-আল্লাহ দ্রুতই চালু হচ্ছে    লয় এডুকেশন সেন্টার । LoY-এর মূল স্লোগান: “পীড়িতকে সাহায্য করি, দরিদ্রকে আশ্রয় দিই, অসহায়কে সহায়তা করি।” এখন পর্যন্ত লয় যেসব মানবিক কার্যক্রম পরিচালনা করেছে সেগুলো সংক্ষেপে আপনাদের সামনে তোলে ধরা হলো- ভিন্নধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি। লয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে অসাধারণ বৃক্ষরোপণ কর্মসূচির। এই কর্মসূচির সবচেয়ে চমৎকার দিক হলো এখানে লয় পরিবারের সদস্যরা নিজেরাই চারগুলো রোপণে শ্রম দিয়েছেন। আমরা মসজিদ, কবরস্থানসহ বেশকিছু স্থানে বিভিন্ন জাতের চারা নিজেরা রোপণ করেছি। ইয়াতিমখানায় স্পেশাল খাবারের আয়োজন। লয়ের পক্ষ থেকে ইয়াতিম, অসহায় শিশুদের জন্য ভালো খাবারের আয়োজন করা হয়। লয় দারিদ্র্য দূরীকরণ প্রজ...

স্বাধীনতা দিবসে লয়ের ভিন্নধর্মী আয়োজন "শহিদদের স্মরণে দোয়া অনুষ্ঠান ও আলোচনাসভা" সম্পন্ন

Image
​ লয় রিপোর্ট অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন হলো মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সামাজিক, সাংস্কৃতিক ও অরাজনৈতিক প্লাটফর্ম লাইট অব ইয়াসরব-লয়ের ভিন্নধর্মী অনুষ্ঠান "শহিদদের স্মরণে দোয়া অনুষ্ঠান ও আলোচনাসভা"।  এতে উপস্থিত ছিলেন লয়ের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা, অতিথিবৃন্দ, অন্যান্য উপদেষ্টাবৃন্দ,  পরিচালক  এবং সাধারণ ও তালিকাভুক্ত সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানে বক্তাগণ মহান স্বাধীনতা দিবসের ইতিহাস, ভূমিকা ইত্যাদি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এরপর প্রধান উপদেষ্টার পরিচালনায় অনুষ্ঠিত মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

লাইলাতুল বারাআত প্রসঙ্গে

Image
লাইলাতুল বারাআতকে হাদিসে 'লাইলাতুন নিসফি মিন শা'বান' বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ 'শা'বানের মধ্যরাত'। এই রাতে সাধ্যমতো ইবাদত করার কথা রয়েছে। তবে নির্দিষ্ট করে এই রজনীর কোনো সালাত, জামা'আত নেই। কেউ চাইলে মুস্তাহাব হিসেবে একা একা সালাত আদায় করতে পারেন। এই পবিত্র রাত সম্পর্কিত গুরুত্বপূর্ণ হাদিসসমূহ: হযরত আয়িশা (রাঃ) থেকে বর্ণিত একটি হাদিসে রয়েছে, “আমি এক রাতে মহানবিকে (ﷺ) বিছানায় পেলাম না। তাই আমি অত্যন্ত পেরেশান হয়ে খোঁজাখুঁজি আরম্ভ করলাম। খোঁজতে খোঁজতে দেখি, তিনি জান্নাতুল বাকীর মধ্যে মহান আল্লাহর প্রার্থনায় মগ্ন। তখন তিনি আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়িশা! আমার নিকট হযরত জিবরাইল (আঃ) উপস্থিত হয়েছিলেন। তিনি বলেছেন, আজ রাত হলো নিসফে শা'বান (অর্থাৎ, লাইলাতুল বারাআত)। এ রাতে আল্লাহ তা'আলা অধিক পরিমাণে জাহান্নামবাসী লোকদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এমনকি কালব বংশের বকরিগুলোর লোম সমপরিমাণ গুনাহগার বান্দা হলেও।” (মিশকাত শরীফ-১১৫ পৃঃ) হযরত মুয়াজ ইবনে জাবাল রাঃ থেকে বর্ণিত, রসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, আল্লাহ তা'আলা অর্ধ শা’বানের রাতে (শা’বানে...

অনুষ্ঠিত হয়ে গেল লাইট অব ইয়াসরবের দ্বিতীয় বনভোজন ও মতবিনিময় অনুষ্ঠান

Image
​ লয় রিপোর্ট গত ১১ মার্চ অনুষ্ঠিত হয়ে গেল শিক্ষা ও বিজ্ঞানভিত্তিক সামাজিক, সাংস্কৃতিক, অরাজনৈতিক প্লাটফর্ম লাইট অব ইয়াসরবের (লয়) দ্বিতীয় বনভোজন ও মতবিনিময় অনুষ্ঠান।  এবার লয় পরিবার রাঙ্গামাটি ভ্রমণ করে এবং চমৎকার সব দর্শনীয় স্থান ঘোরে ঘোরে দেখে। হামদ, না'ত, গজল ইত্যাদিতে মেতে ছিল পুরো যাত্রাপথ। এছাড়া লয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মাদ আইনান ইকবালের নিজ উদ্যোগে আয়োজন করা হয় স্পেশাল কুইজ প্রতিযোগিতারও। উল্লেখ্য যে লাইট অব ইয়াসরব-লয় একটি সামাজিক, সাংস্কৃতিক, অরাজনৈতিক প্লাটফর্ম; যার মূল উদ্দেশ্য ও কার্যক্রম যুবসমাজকে দেশপ্রেমিক করে গড়ে তোলে সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন ঘটানো।