লয় বা লাইট অব ইয়াসরব কী?
আস্সালামু আলাইকুম,
Light of Yasrab, যাকে সংক্ষেপে বলা হয় LoY, একটি সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক প্লাটফর্ম। লয় সবসময় অসহায় ও দরিদ্র মানুষের জন্য কাজ করে। এছাড়া লয়ের আছে অনলাইন ব্লাড ব্যাংক যার মাধ্যমে প্রতিনিয়ত স্বেচ্ছায় রক্তদান করছেন লাইট অব ইয়াসরব-লয়ের ভাইয়েরা। তাছাড়া রয়েছে লয়ের নিজস্ব ট্যুর গ্রুপ এবং ইন-শা-আল্লাহ দ্রুতই চালু হচ্ছে লয় এডুকেশন সেন্টার।
LoY-এর মূল স্লোগান: “পীড়িতকে সাহায্য করি, দরিদ্রকে আশ্রয় দিই, অসহায়কে সহায়তা করি।”
এখন পর্যন্ত লয় যেসব মানবিক কার্যক্রম পরিচালনা করেছে সেগুলো সংক্ষেপে আপনাদের সামনে তোলে ধরা হলো-
- ভিন্নধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি। লয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে অসাধারণ বৃক্ষরোপণ কর্মসূচির। এই কর্মসূচির সবচেয়ে চমৎকার দিক হলো এখানে লয় পরিবারের সদস্যরা নিজেরাই চারগুলো রোপণে শ্রম দিয়েছেন। আমরা মসজিদ, কবরস্থানসহ বেশকিছু স্থানে বিভিন্ন জাতের চারা নিজেরা রোপণ করেছি।
- ইয়াতিমখানায় স্পেশাল খাবারের আয়োজন। লয়ের পক্ষ থেকে ইয়াতিম, অসহায় শিশুদের জন্য ভালো খাবারের আয়োজন করা হয়।
- লয় দারিদ্র্য দূরীকরণ প্রজেক্ট। বর্তমান বাংলাদেশে একদম দরিদ্র-অসহায় কয়েকটি পরিবারকে মোটামুটি সচ্ছল করার চেষ্টা করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের দেশে অসংখ্য অসহায়, দরিদ্র পরিবার রয়েছে, যাদের এক বেলা ভাত জোগাড় করতেও হিমশিম খেতে হয়। তাই লয় শুরু করেছে "লয় দারিদ্র্য দূরীকরণ প্রজেক্ট"। যার মূল উদ্দেশ্য একদম অসহায়, দরিদ্র পরিবারগুলোকে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে দিয়ে তাদের আর্থিক অবস্থার উন্নয়নে সাহায্য করা। ইতোমধ্যে এই কার্যক্রম চলমান রয়েছে আলহামদুলিল্লাহ।
- লয় অনলাইন ব্লাড ব্যাংক যা Lobb নামে বর্তমানে অধিক পরিচিত এটি লয়ের একটি অঙ্গপ্রতিষ্ঠান। এটির মাধ্যমে নিয়মিত রক্তদাতা সংগ্রহ ও রক্তদান করে থাকেন লয়ের সদস্যগণ। প্রয়োজনীয় সংকটময় মুহূর্তের জন্য লয় ব্লাড ব্যাংকে বিভিন্ন গ্রুপের রক্তদাতাগণ প্রস্তুত থাকেন। যেমন: সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে বড় বিস্ফোরণের সময় যেই ট্রাজেডি হয়েছিল তার জন্যও লয় অনলাইন ব্লাড ব্যাংকের পক্ষ থেকে প্রয়োজনীয় রক্তদাতা প্রস্তুত রাখা হয়েছিল। তাছাড়া লয়ের স্বেচ্ছাসেবীগণ আর্থিক ও অন্যান্যভাবে সর্বাত্মক সহযোগিতার জন্য সবসময় প্রস্তুত ছিলেন।
- নিয়মিত অনলাইন ও অফলাইনভিত্তিক দ্বীনি, সাংস্কৃতিক আলোচনা, প্রশ্নোত্তর ও প্রতিযোগিতা। লয়ের পক্ষ থেকে অফলাইনভিত্তিক কার্যক্রমের পাশাপাশি লয় ফেসবুক পাবলিক গ্রুপ ও পেইজে বিভিন্ন শিক্ষামূলক কনটেস্টের আয়োজনও করা হয়ে থাকে।
- দূরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিকে প্রয়োজনীয় অর্থ ও সেবাদান। লয়ের পক্ষ থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিকে প্রয়োজনীয় অর্থ ও সেবা ইতোমধ্যে দেওয়াও হয়েছে এবং সামনেও দেওয়া হবে ইন-শা-আল্লাহ।
- সদস্যদের সার্বিক, মানোন্নয়নে, হালাল বিনোদন প্রসারের লক্ষ্যে নিয়মিত শিক্ষামূলক বনভোজনের আয়োজন। এসব পরিচালনার জন্য রয়েছে লয়ের অধীনে আরও একটি অঙ্গপ্রতিষ্ঠান লয় ট্যুর গ্রুপ। যেমন লয়ের ইউটিউব চ্যানেলে প্রবেশ করলেই আপনারা ইতোমধ্যে অনুষ্ঠিত হওয়া কাপ্তাই ও রাঙ্গামাটি ভ্রমণের ভিডিয়ো ভ্লগ পাবেন ইন-শা-আল্লাহ যেখানে হালাল বিনোদন ও শিক্ষামূলক কুইজের মাধ্যমে ভ্রমণের অনন্য অভিজ্ঞতা আপনারা দেখতে পাবেন।
- শিক্ষামূলক ভিন্নধর্মী কুইজের আয়োজন। লয়ের পক্ষ থেকে আয়োজিত বনভোজনসহ বিভিন্ন অনলাইন ও অফলাইন ভিত্তিক অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার বিশেষ আয়োজন থাকে যেগুলো একজন মানুষের জ্ঞান বৃদ্ধিতে বড়ো ভূমিকা রাখে এবং রাখবে ইনশাআল্লাহ।
- পবিত্র রমাদানে ২ ধাপে ইফতার বিতরণ করা হয়ে থাকে। রমাদানে কাঁচা ইফতারসামগ্রী বিতরণের পাশাপাশি তৈরিকৃত ইফতারসামগ্রীও বিতরণ করা হয়ে থাকে।
- চট্টগ্রামের পাশাপাশি বাইরের জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে (বিশেষত নতুন গঠিত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে) প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রধান করা হয়ে থাকে।
- প্রিয় রসূলুল্লাহর (ﷺ) জীবনীভিত্তিক লিফলেট বিতরণ। আপনারা জানেন, আলহামদুলিল্লাহ ইতোমধ্যে Light of Yasrab-LoY-এর পক্ষ থেকে প্রিয় রসূলুল্লাহর (ﷺ) জীবনীভিত্তিক বেশকিছু লিফলেট বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ নানান শ্রেণিপেশার মানুষের মাঝে ফ্রি বিতরণ করা হয়েছে এবং হচ্ছে।
- লয়ের ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটের মাধ্যমে নিয়মিত শিক্ষামূলক, দ্বীনি ডকুমেন্টারি, ভিডিয়ো ভ্লগ এবং খবর প্রচার করা হয়।
- লয়ের পক্ষ থেকে দুই ধাপে ভিন্নধর্মী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়।
- ১ম ধাপে অসহায় মহিলা, বৃদ্ধ ও পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। চমৎকার বিষয় হলো নতুন ভালো মানের কম্বল বিতরণ করার পাশাপাশি পুরাতন অথচ ভালো কাপড় যেগুলো আমরা ব্যবহার না করে রেখে দিই সেগুলোও লয়ের উদ্যোগে সংগ্রহ করে বিতরণ করা হয় পথের অসহায়দের মাঝে।
- ২য় ধাপে লয়ের পক্ষ থেকে মাদ্রাসা ও ইয়াতিমখানার অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
- বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবসে, যেমন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস উপলক্ষে ভিন্নধর্মী সামাজিক, শিক্ষামূলক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সামনে আমাদের উল্লেখযোগ্য লক্ষ্যসমূহ-
- অত্যন্ত গরিব পরিবারগুলোকে কর্মসংস্থানের ব্যবস্থা করে স্বাবলম্বী করা।
- গরিব, মেধাবী শিশুদের বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ এবং শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা।
- পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় ওয়ার্কশপের ব্যবস্থা করা।
- কুরআন শুদ্ধকরণের স্পেশাল কোর্স চালু করা যেখান থেকে বিনামূল্যে আরবি শিক্ষার ব্যবস্থা করা হবে ইন-শা-আল্লাহ।
- রমাদানে অত্যন্ত গরিব, অসহায়দের জন্য নিয়মিত ইফতার ও সাহরীর আয়োজন করা।
- লয় এডুকেশন সেন্টার চালু করা যার মাধ্যমে আমরা একজন শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও কারিগরি শিক্ষায় দীক্ষিত করব ইন-শা-আল্লাহ।
লয়ের সদস্য হওয়ার নিয়ম: লয়ের অফিসিয়াল ফেসবুক চ্যাট গ্রুপে যুক্ত হয়ে প্রথমত আপনাকে লয়ের জেনারেল মেম্বার তথা সাধারণ সদস্য হতে হবে এবং এরপর লয়ের ফরম পূরণ করে আপনি লয়ের লিস্টেড মেম্বার তথা তালিকাভুক্ত সদস্য হতে পারবেন।
বিস্তারিত জানতে যোগাযোগ: 01976603419, 01997262003
মানবিক কাজে যুক্ত হোন: 01846826434 (বিকাশ)
লয়ের সেন্ট্রাল অফিস, জেনারেল অফিস ও লাইব্রেরির ঠিকানা: ইলিয়াস মেম্বারের বাড়ি, চান্দগাঁও ৪ নং ওয়ার্ড, চট্টগ্রাম।
আমাদের ফেইসবুক পেইজে লাইক দিন: @lightofyasrab
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন: https://youtube.com/c/LightofYasrab
Comments
Post a Comment