Posts

Showing posts from May, 2021

লয় বা লাইট অব ইয়াসরব কী?

Image
আস্সালামু আলাইকুম, Light of Yasrab , যাকে সংক্ষেপে বলা হয় LoY , একটি সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক প্লাটফর্ম। লয় সবসময় অসহায় ও দরিদ্র মানুষের জন্য কাজ করে। এছাড়া লয়ের আছে অনলাইন ব্লাড ব্যাংক যার মাধ্যমে প্রতিনিয়ত স্বেচ্ছায় রক্তদান করছেন লাইট অব ইয়াসরব-লয়ের ভাইয়েরা। তাছাড়া রয়েছে লয়ের নিজস্ব ট্যুর গ্রুপ এবং  ইন-শা-আল্লাহ দ্রুতই চালু হচ্ছে    লয় এডুকেশন সেন্টার । LoY-এর মূল স্লোগান: “পীড়িতকে সাহায্য করি, দরিদ্রকে আশ্রয় দিই, অসহায়কে সহায়তা করি।” এখন পর্যন্ত লয় যেসব মানবিক কার্যক্রম পরিচালনা করেছে সেগুলো সংক্ষেপে আপনাদের সামনে তোলে ধরা হলো- ভিন্নধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি। লয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে অসাধারণ বৃক্ষরোপণ কর্মসূচির। এই কর্মসূচির সবচেয়ে চমৎকার দিক হলো এখানে লয় পরিবারের সদস্যরা নিজেরাই চারগুলো রোপণে শ্রম দিয়েছেন। আমরা মসজিদ, কবরস্থানসহ বেশকিছু স্থানে বিভিন্ন জাতের চারা নিজেরা রোপণ করেছি। ইয়াতিমখানায় স্পেশাল খাবারের আয়োজন। লয়ের পক্ষ থেকে ইয়াতিম, অসহায় শিশুদের জন্য ভালো খাবারের আয়োজন করা হয়। লয় দারিদ্র্য দূরীকরণ প্রজ...

ইস্তাম্বুল বিজয়ের ৫৬৮তম বার্ষিকী উদযাপন

Image
ইস্তাম্বুল শহর আগে কনস্টান্টিনোপল নামে পরিচিত ছিল। ১৪৫৩ সালের ২৯ মে উসমানীয় সুলতান দ্বিতীয় মুহাম্মদ ওই শহরটি জয় করে ইতিহাসের পাতায় নিজের নাম লেখান। এটি ছিল রোমান (বাইজেন্টাইন) সাম্রাজ্যের রাজধানী, যা বিজয় হওয়ার বিষয়ে রাসুলের (স.) ভবিষৎ বাণী হাদিসও রয়েছে। চামলিজা টাওয়ার উদ্বোধন ইস্তাম্বুল বিজয়ের ৫৬৮তম বার্ষিকী উপলক্ষে ২৯ মে ২০২১ ইস্তাম্বুলের উচ্চতম জায়গায় ‘চামলিজা টাওয়ারটি’ উদ্বোধন করেন আজ। যেখানে ১০০টি রেডিও এক সঙ্গে সম্প্রচার করতে পারবে। টাওয়ারের মোট উচ্চতা ৩৬৫ মিটার, একটি ৫৩তলা শক্তিশালী কংক্রিট কাঠামো নিয়ে গঠিত। মেগা প্রজেক্ট ‘ইস্তাম্বুলের কৃত্রিম চ্যানেল’ সেখানে তিনি ইস্তাম্বুলের নতুন আরেকটি মেগা প্রজেক্ট ‘ইস্তাম্বুলের কৃত্রিম চ্যানেল’ নিয়ে কথা বলেন। ‘ইস্তাম্বুলের কৃত্রিম চ্যানেলের উপর দিয়ে ছয়টি সেতু থাকবে। চ্যানেলের ডান এবং বাঁমে দুটি শহর তৈরি করা হবে। একটি ইতিহাস রচনা করব।’ আন্তর্জাতিক ফাতিহ তীরন্দাজ টুর্নামেন্ট গতকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি এরদোয়ান ভিডিও বার্তার মাধ্যমে ইস্তাম্বুলের বিজয়ের ৫৬৮তম বার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক ফাতিহ তীরন্দাজ টুর্নামেন্টের অনুষ্ঠানে বক্তব্য দ...

দেশে লকডাউন বাড়ানো হলো আরো এক সপ্তাহ

Image
লয় রিপোর্ট: দেশে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে চলমান লকডাউনের সময়সীমা আবারো বাড়ানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগে থেকে জারি করা সরকারি এক প্রজ্ঞাপনে বলা হয়, "৩০শে মে মধ্যরাত থেকে ৬ই জুন মধ্যরাত পর্যন্ত সব ধরণের বিধিনিষেধ জারি থাকার মেয়াদ বাড়ানো হলো"। করোনাভাইরাস সংক্রমণের চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে কঠোর বিধিনিষেধের সময় সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত নেয়া হয় বলে এতে জানানো হয়।  প্রজ্ঞাপন অনুযায়ী, আগের সব শর্ত এই নতুন সময় সীমাতেও কার্যকর থাকবে।  গত ২৩শে মে দেয়া লকডাউন বর্ধিত করা ঘোষণাতেই বেশ কিছু শর্ত শিথিল করা হয়েছিল। সেসময় স্বাস্থ্যবিধি মেনে এবং অর্ধেক আসন ফাঁকা রাখার শর্তে দূরপাল্লার গণপরিবহন চলাচল করার অনুমতি দেয়া হয়। সেখানে সরকারিভাবে পরিচালিত ট্রেনও চালু করার কথা বলা হয়। অভ্যন্তরীন বিমান আগে থেকেই চলছে।  এছাড়া হোটেল-রেস্তোরাঁয় সামাজিক দূরত্ব বজায় রেখে খাবার পরিবেশনের অনুমোদন আসে।  এর আগে, গত ২৩শে মে লকডাউনের সময়সীমা আরো এক সপ্তাহ বাড়িয়ে তা ৩০শে মে মধ্যরাত পর্যন্ত করা হয়। সে হিসেবে আজ মধ্যরাতে লকডাউন শেষ হওয়ার কথা ছিল। তবে সেটি এখন আ...

দেশে নিষিদ্ধ করা হচ্ছে বিধ্বংসী গেম পাবজি ও ফ্রি ফায়ার

Image
ফ্রি ফায়ার ও পাবজি বন্ধ হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে এরইমধ্যে বিষয়টি নিয়ে সুপারিশ করেছে শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুই মন্ত্রণালয় থেকে এমন সুপারিশ পেয়ে এ নিয়ে আলোচনা করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। আলোচনায় ওই দুই গেমের আসক্তি নিয়ে উদ্বেগ জানানো হয়। এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, ফ্রি ফায়ার ও পাবজি গেম দুটি বন্ধে দুই মন্ত্রণালয় থেকে আহ্বান জানানো হয়েছে। এটি সত্য যে ওই দুটি গেম কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে আসক্তি তৈরি করেছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, ওই দুটি গেম কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে আসক্তি তৈরি করেছে। কিন্তু হঠাৎ করে বন্ধ করতে গেলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে। তাই ধীরে সুস্থে বিকল্প পদ্ধতিতে গেম দুটি বন্ধের উদ্যোগ নেয়া হবে। বন্ধ করলেও তরুণরা ভিপিএন দিয়ে গেমটি খেলবে এমন প্রশ্নে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, হ্যাঁ, যারা এ ধরনের গেমে আসক্ত তারা ভিপিএনসহ নানা বিকল্প উপায়ে গেমটি খেলতে পারে। আমরা সেসবও বন্ধে পদক্ষেপ নেয়ার চেষ্টা করব।

শিক্ষার্জন বনাম অর্থ উপার্জন

Image
লেখক:   মুহাম্মাদ আইনান ইকবাল (আইনান ইয়াসরবি) যতই "শিক্ষা" "শিক্ষা" করো না কেন, যতদিন শিক্ষার্থীদের মাথায় এবং তাদের অভিভাবকদের মাথায় শিক্ষার্জনের মূল লক্ষ্য, উদ্দেশ্য ঢোকবেনা ততদিন "শিক্ষিত" শব্দটি শুধু মুখের বুলিই থেকে যাবে; বাস্তবে কেউ শিক্ষিত হবেনা। তাহলে শিক্ষার্জনের মূল উদ্দেশ্য কী! একটু বিস্তারিত আলোচনা করি। এখন অভিভাবকেরা তাদের ছেলে-মেয়েদের প্রাতিষ্ঠানিক মুখস্থ বিদ্যা রপ্ত করায় কেন? উত্তর হলো কেবল একটি চাকরি পাওয়ার জন্য। শিক্ষার্থীরাও সেই উদ্দেশ্যেই পড়ালেখা করে। অর্থাৎ এখন প্রচলিত শিক্ষার্জনের মূল উদ্দেশ্যই যেন অর্থ উপার্জন। কিন্তু আসলেই কি এটি শিক্ষার্জনের মূল উদ্দেশ্য? কখনোই না। শিক্ষার্জন ছাড়াও আরও অনেক কাজকর্ম করে টাকা উপার্জন করা যায়, অন্ন জোগাড় করা যায়। জমিতে হালচাষ থেকে শুরু করে ব্যাবসাবাণিজ্য পর্যন্ত সর্বত্রই অর্থ উপার্জনের অগাধ সুযোগ। অতএব, অর্থ উপার্জন কখনোই শিক্ষার্জনের উদ্দেশ্য হতে পারেনা।  শিক্ষার্জনের মূল উদ্দেশ্য হলো জ্ঞানার্জনের মাধ্যমে ভালো-মন্দ বোঝার ও মনুষ্যত্ব অর্জন করার ক্ষমতা লাভ করা। যখন কোনো মানুষ তার শিক্ষাকে কাজে...

দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ: বিশেষজ্ঞদের প্রতিক্রিয়া

Image
বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। সেখান থেকে সংক্রমণ যাতে দ্রুতগতিতে ঢাকাসহ সারা দেশে না ছড়ায় সে জন্য স্থানীয়ভাবে প্রতিরোধমূলক ব্যবস্থাপনার ওপর বেশি জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। স্থানীয়ভাবে পরীক্ষা বাড়ানো,কোয়ারেন্টিন ও আইসোলেশনে গুরুত্ব দেওয়ার পাশাপাশি ওই এলাকাগুলোতে সরকারিভাবে ও সামাজিক উদ্যোগের মাধ্যমে মানুষকে ঘরে রাখার ব্যবস্থা ও খাদ্য সহায়তা নিশ্চিত করারও তাগিদ দেওয়া হয়েছে। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার জানিয়েছেন,  বর্তমানে হাসপাতালের আইসিইউ ও করোনা ওয়ার্ডে মোট ১৭২ জন রোগী ভর্তি আছেন।  রাজশাহী বিভাগের আট জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট ৫৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩১২ জনের মৃত্যু হয়েছে বগুড়া জেলায়। দ্বিতীয় সর্বোচ্চ ৮২ জন মারা গেছেন রাজশাহীতে। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে লকডাউন। এদিকে চট্টগ্রামে শনাক্ত হয়েছে সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট। সতর্কতার মুখে কোনো কোনো জেলার সঙ্গে আন্ত জেলার যাতায়াতে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। স্বাস্থ্য অধিদপ...

সুলতান তুঘরিল বেগ: মহান সেলজুক সাম্রাজ্যের স্থপতি ছিলেন যিনি

Image
লেখক:  মুহাম্মাদ আইনান ইকবাল এখনো আমরা বেশিরভাগ মানুষই জানিনা কে ছিলেন মহান সেলজুক সাম্রাজ্যের স্থপতি যেই সাম্রাজ্য ১০ শতক থেকে ১৪ শতক পর্যন্ত মধ্য এশিয়া এবং মধ্য প্রাচ্য শাসন করেছে। এক সময় এই সাম্রাজ্য অর্ধ-পৃথিবী পর্যন্ত বিস্তৃত ছিলো। ভারত উপমহাদেশের মোঘল সাম্রাজ্য এই সাম্রাজ্যেরই উত্তরসূরি। তাই আজ আমরা জানবো এই সেলজুক সাম্রাজ্যের স্থপতি সম্পর্কে।  সেলজুক সাম্রাজ্যের স্থপতি ছিলেন সুলতান তুঘরিল বেগ। তার পূর্ণ নাম ছিলো সুলতান রুকনুদ্দিন আবু তালিব তুঘরুল-বেগ মুহাম্মদ ইবনে মিকাইল ইবনে সেলজুক। তিনি জাতিতে অঘুজ তুর্কি ছিলেন। তুঘরিল গ্রেট ইউরেশিয়ান স্ট্যাফিজের তুর্কি যোদ্ধাদের একত্রিত করেছিলেন এই উপজাতিরা তাদের পূর্বপুরুষকে একটি একক খলিফা হিসেবে সেলজুক বেগ নামে অভিহিত করেছিল, এবং তাদের সাহায্যে পূর্ব ইরানে বিজয় অর্জন করেন। পরে তিনি পারস্য জয় করে ১০৫৫ সালে বুভেয়হী রাজবংশ থেকে আব্বাসীয় রাজধানী বাগদাদ পূনঃদখল করেন এবং তুঘরিল আব্বাসীয় খলিফার কাছে রাজধানী বাগদাদ ন্যস্ত করেন ।তিনি বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে সামরিক অভিযানে এবং ফাতিমদ খিলাফতের বিরুদ্ধে নিজ বাহিনীতে খলিফার সৈন্যগুলো ব...