লয় বা লাইট অব ইয়াসরব কী?

Image
আস্সালামু আলাইকুম, Light of Yasrab , যাকে সংক্ষেপে বলা হয় LoY , একটি সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক প্লাটফর্ম। লয় সবসময় অসহায় ও দরিদ্র মানুষের জন্য কাজ করে। এছাড়া লয়ের আছে অনলাইন ব্লাড ব্যাংক যার মাধ্যমে প্রতিনিয়ত স্বেচ্ছায় রক্তদান করছেন লাইট অব ইয়াসরব-লয়ের ভাইয়েরা। তাছাড়া রয়েছে লয়ের নিজস্ব ট্যুর গ্রুপ এবং  ইন-শা-আল্লাহ দ্রুতই চালু হচ্ছে    লয় এডুকেশন সেন্টার । LoY-এর মূল স্লোগান: “পীড়িতকে সাহায্য করি, দরিদ্রকে আশ্রয় দিই, অসহায়কে সহায়তা করি।” এখন পর্যন্ত লয় যেসব মানবিক কার্যক্রম পরিচালনা করেছে সেগুলো সংক্ষেপে আপনাদের সামনে তোলে ধরা হলো- ভিন্নধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি। লয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে অসাধারণ বৃক্ষরোপণ কর্মসূচির। এই কর্মসূচির সবচেয়ে চমৎকার দিক হলো এখানে লয় পরিবারের সদস্যরা নিজেরাই চারগুলো রোপণে শ্রম দিয়েছেন। আমরা মসজিদ, কবরস্থানসহ বেশকিছু স্থানে বিভিন্ন জাতের চারা নিজেরা রোপণ করেছি। ইয়াতিমখানায় স্পেশাল খাবারের আয়োজন। লয়ের পক্ষ থেকে ইয়াতিম, অসহায় শিশুদের জন্য ভালো খাবারের আয়োজন করা হয়। লয় দারিদ্র্য দূরীকরণ প্রজ...

অনুষ্ঠিত হলো লয়ের তৃতীয় দ্বীনি বনভোজন ও অনুষ্ঠান


লয় রিপোর্ট:

গত ২ জুন অনুষ্ঠিত হয়ে গেল সামাজিক, সাংস্কৃতিক ও অরাজনৈতিক ভিন্নধর্মী প্লাটফর্ম লাইট অব ইয়াসরব-লয়ের তৃতীয় দ্বীনি বনভোজন ও অনুষ্ঠান। 


এবার লয়ের একটি টিম বান্দরবান, নীলগিরি ভ্রমণ করে এবং চমৎকার সব দর্শনীয় স্থান ঘোরে ঘোরে দেখে। সুন্দর দ্বীনি পরিবেশ বজায় ছিল পুরো ভ্রমণে। এছাড়া লয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মাদ আইনান ইকবালের উদ্যোগে আয়োজন করা হয় স্পেশাল কুইজ প্রতিযোগিতারও। এই দ্বীনি কুইজে দেওয়া হয় লয়ের পক্ষ থেকে সার্টিফিকেট, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সংশ্লিষ্ট লিফলেট এবং আকর্ষণীয় পুরস্কার।

নতুন T-Shirt-এর "JUST DO HALAL" স্লোগান নিয়ে লয় টিমের এবারের যাত্রা ছিল।

অসাধারণ সময় কেটেছে পুরো লয় টিমের। আকর্ষণীয় লয় স্পেশাল কুইজসহ সবকিছুই অসাধারণভাবে সম্পন্ন হলো।

উল্লেখ্য যে লাইট অব ইয়াসরব-লয় একটি সামাজিক, সাংস্কৃতিক ও অরাজনৈতিক প্লাটফর্ম; যার মূল উদ্দেশ্য ও কার্যক্রম সমাজে মানবিক কাজ বিস্তৃত করা, মানবতার সেবা করা এবং যুবসমাজকে দেশপ্রেমিক করে গড়ে তোলে সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন ঘটানো।




Comments

Popular posts from this blog

সংস্কার নয়, প্রয়োজন নতুন সংবিধান প্রণয়ন: জনকল্যাণ, সুশাসন ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে একটি নতুন শুরু

ভারতে সোশ্যাল মিডিয়ায় মেয়ের কীর্তি দেখে হার্টঅ্যাটাক মা-বাবার

লয় বা লাইট অব ইয়াসরব কী?