মুসলিমদের কেমন ঐক্য প্রয়োজন?
- Get link
- X
- Other Apps
লেখা: মুহাম্মাদ আইনান ইকবাল
মুসলিমদের এখন মূল সমস্যা আক্বীদাগত বিভক্তি। আক্বীদাগত ঐক্য পূর্ণরূপে সম্ভব না। এত উপদল, ফিরকা কখনই একই আক্বীদায় আসবে না। তাহলে কী প্রয়োজন? প্রয়োজন ঈমানের ৭ টি বিষয়ের ভিত্তিতে এবং মুসলিম পরিচয়ের ভিত্তিতে মুসলিম রাষ্ট্রপ্রধানদের আন্তর্জাতিক ঐক্য গড়ে তোলা। এখানে যার আক্বীদা যাইহোক, ঐক্যটা হবে কালিমার ভিত্তিতে। উদাহরণ হিসেবে ধরুন, ইরানের বড়ো একটি অংশ শিয়া মতবাদের অনুসারী। ফিলিস্তিন বা পুরো মধ্যপ্রাচ্যের কথাই যদি ধরি, এরা মূলত সুন্নি মুসলিম। এখন আক্বীদাগত বিভক্তি থাকা সত্ত্বেও ইরান ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিল। এই বিষয়টা জরুরি।
বর্তমানে মুসলিম রাষ্ট্রপ্রধানরা মুসলিমদের আন্তর্জাতিক ঐক্যের চেয়ে নিজ নিজ জাতীয়তাবাদকে বেশি প্রাধান্য দিচ্ছে। উদাহরণ হিসেবে বলতে পারি, তুর্কি জাতীয়তাবাদ বা আরব জাতীয়তাবাদের কথা। এই বিষয়টি থেকে বেরিয়ে এসে মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা যদি ইসলামের মূল বিশ্বাসের ভিত্তিতে এক হয় তবেই মুসলিম জাতির বড়ো উন্নতি সম্ভব। মজলুম মুসলমানদের বৃহত্তর কল্যাণে এই ঐক্য জরুরি। অবিশ্বাসীরা যদি ভিন্ন বিশ্বাসের হওয়া সত্ত্বেও প্রয়োজনে এক হতে পারে, একে অপরকে সহযোগিতা করতে পারে তাহলে মুসলিমরা কেন তা পারবে না। এখানেতো মূল বিশ্বাসে ভিন্নতা নেই, ভিন্নতা কেবল আক্বীদায়।
ফিলিস্তিন ইস্যুতে সব মুসলিম দেশ এক হওয়ার মাধ্যমে এই ঐক্য শুরু হোক সেই কামনা করি।
আল্লাহ তা'আলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন।-আমিন
লেখক: ব্লগার, কবি ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর। প্রতিষ্ঠাতা পরিচালক, লাইট অব ইয়াসরব-লয়। ছাত্র, আইন বিভাগ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment