লয় বা লাইট অব ইয়াসরব কী?

Image
আস্সালামু আলাইকুম, Light of Yasrab , যাকে সংক্ষেপে বলা হয় LoY , একটি সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক প্লাটফর্ম। লয় সবসময় অসহায় ও দরিদ্র মানুষের জন্য কাজ করে। এছাড়া লয়ের আছে অনলাইন ব্লাড ব্যাংক যার মাধ্যমে প্রতিনিয়ত স্বেচ্ছায় রক্তদান করছেন লাইট অব ইয়াসরব-লয়ের ভাইয়েরা। তাছাড়া রয়েছে লয়ের নিজস্ব ট্যুর গ্রুপ এবং  ইন-শা-আল্লাহ দ্রুতই চালু হচ্ছে    লয় এডুকেশন সেন্টার । LoY-এর মূল স্লোগান: “পীড়িতকে সাহায্য করি, দরিদ্রকে আশ্রয় দিই, অসহায়কে সহায়তা করি।” এখন পর্যন্ত লয় যেসব মানবিক কার্যক্রম পরিচালনা করেছে সেগুলো সংক্ষেপে আপনাদের সামনে তোলে ধরা হলো- ভিন্নধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি। লয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে অসাধারণ বৃক্ষরোপণ কর্মসূচির। এই কর্মসূচির সবচেয়ে চমৎকার দিক হলো এখানে লয় পরিবারের সদস্যরা নিজেরাই চারগুলো রোপণে শ্রম দিয়েছেন। আমরা মসজিদ, কবরস্থানসহ বেশকিছু স্থানে বিভিন্ন জাতের চারা নিজেরা রোপণ করেছি। ইয়াতিমখানায় স্পেশাল খাবারের আয়োজন। লয়ের পক্ষ থেকে ইয়াতিম, অসহায় শিশুদের জন্য ভালো খাবারের আয়োজন করা হয়। লয় দারিদ্র্য দূরীকরণ প্রজ...

মুসলিমদের কেমন ঐক্য প্রয়োজন?

লেখা: মুহাম্মাদ আইনান ইকবাল 

মুসলিমদের এখন মূল সমস্যা আক্বীদাগত বিভক্তি। আক্বীদাগত ঐক্য পূর্ণরূপে সম্ভব না। এত উপদল, ফিরকা কখনই একই আক্বীদায় আসবে না। তাহলে কী প্রয়োজন? প্রয়োজন ঈমানের ৭ টি বিষয়ের ভিত্তিতে এবং মুসলিম পরিচয়ের ভিত্তিতে মুসলিম রাষ্ট্রপ্রধানদের আন্তর্জাতিক ঐক্য গড়ে তোলা। এখানে যার আক্বীদা যাইহোক, ঐক্যটা হবে কালিমার ভিত্তিতে। উদাহরণ হিসেবে ধরুন, ইরানের বড়ো একটি অংশ শিয়া মতবাদের অনুসারী। ফিলিস্তিন বা পুরো মধ্যপ্রাচ্যের কথাই যদি ধরি, এরা মূলত সুন্নি মুসলিম। এখন আক্বীদাগত বিভক্তি থাকা সত্ত্বেও ইরান ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিল। এই বিষয়টা জরুরি।

বর্তমানে মুসলিম রাষ্ট্রপ্রধানরা মুসলিমদের আন্তর্জাতিক ঐক্যের চেয়ে নিজ নিজ জাতীয়তাবাদকে বেশি প্রাধান্য দিচ্ছে। উদাহরণ হিসেবে বলতে পারি, তুর্কি জাতীয়তাবাদ বা আরব জাতীয়তাবাদের কথা। এই বিষয়টি থেকে বেরিয়ে এসে মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা যদি ইসলামের মূল বিশ্বাসের ভিত্তিতে এক হয় তবেই মুসলিম জাতির বড়ো উন্নতি সম্ভব। মজলুম মুসলমানদের বৃহত্তর কল্যাণে এই ঐক্য জরুরি। অবিশ্বাসীরা যদি ভিন্ন বিশ্বাসের হওয়া সত্ত্বেও প্রয়োজনে এক হতে পারে, একে অপরকে সহযোগিতা করতে পারে তাহলে মুসলিমরা কেন তা পারবে না। এখানেতো মূল বিশ্বাসে ভিন্নতা নেই, ভিন্নতা কেবল আক্বীদায়।

ফিলিস্তিন ইস্যুতে সব মুসলিম দেশ এক হওয়ার মাধ্যমে এই ঐক্য শুরু হোক সেই কামনা করি।

আল্লাহ তা'আলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন।-আমিন

লেখক: ব্লগার, কবি ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর। প্রতিষ্ঠাতা পরিচালক, লাইট অব ইয়াসরব-লয়। ছাত্র, আইন বিভাগ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।

Comments

Popular posts from this blog

সংস্কার নয়, প্রয়োজন নতুন সংবিধান প্রণয়ন: জনকল্যাণ, সুশাসন ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে একটি নতুন শুরু

ভারতে সোশ্যাল মিডিয়ায় মেয়ের কীর্তি দেখে হার্টঅ্যাটাক মা-বাবার

লয় বা লাইট অব ইয়াসরব কী?