Posts

লয় বা লাইট অব ইয়াসরব কী?

Image
আস্সালামু আলাইকুম, Light of Yasrab , যাকে সংক্ষেপে বলা হয় LoY , একটি সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক প্লাটফর্ম। লয় সবসময় অসহায় ও দরিদ্র মানুষের জন্য কাজ করে। এছাড়া লয়ের আছে অনলাইন ব্লাড ব্যাংক যার মাধ্যমে প্রতিনিয়ত স্বেচ্ছায় রক্তদান করছেন লাইট অব ইয়াসরব-লয়ের ভাইয়েরা। তাছাড়া রয়েছে লয়ের নিজস্ব ট্যুর গ্রুপ এবং  ইন-শা-আল্লাহ দ্রুতই চালু হচ্ছে    লয় এডুকেশন সেন্টার । LoY-এর মূল স্লোগান: “পীড়িতকে সাহায্য করি, দরিদ্রকে আশ্রয় দিই, অসহায়কে সহায়তা করি।” এখন পর্যন্ত লয় যেসব মানবিক কার্যক্রম পরিচালনা করেছে সেগুলো সংক্ষেপে আপনাদের সামনে তোলে ধরা হলো- ভিন্নধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি। লয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে অসাধারণ বৃক্ষরোপণ কর্মসূচির। এই কর্মসূচির সবচেয়ে চমৎকার দিক হলো এখানে লয় পরিবারের সদস্যরা নিজেরাই চারগুলো রোপণে শ্রম দিয়েছেন। আমরা মসজিদ, কবরস্থানসহ বেশকিছু স্থানে বিভিন্ন জাতের চারা নিজেরা রোপণ করেছি। ইয়াতিমখানায় স্পেশাল খাবারের আয়োজন। লয়ের পক্ষ থেকে ইয়াতিম, অসহায় শিশুদের জন্য ভালো খাবারের আয়োজন করা হয়। লয় দারিদ্র্য দূরীকরণ প্রজ...

উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জবি শিক্ষার্থী

Image
​ লয় রিপোর্ট: পরীক্ষার উত্তরপত্রে ‘স্যার আজকে আমার মন ভালো নেই’ বিপাকে পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথমবর্ষের এক শিক্ষার্থী। বিষয়টি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। জানা যায়, গত ১২ জুন জবির ইংরেজি বিভাগের মিডটার্ম পরীক্ষার অতিরিক্ত একটি উত্তরপত্র নিয়ে যান ওই শিক্ষার্থী। পরে বুধবার (২২ জুন) রাতে সেই উত্তরপত্রে ‘স্যার আজকে আমার মন ভালো নেই’ লিখে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেন তিনি। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। পরে অবশ্য তিনি পোস্টটি সরিয়ে নেন। এ বিষয়ে ঐ শিক্ষার্থী জানান, তিনি মজা করে ছবিটি ফেসবুকে দিয়েছেন। পরে বুঝতে পেরে তিনি পোস্টটি ডিলিট করেন। বিষয়টি এরকম ভাইরাল হয়ে যাবে তা তিনি বুঝতে পারেননি। উত্তরপত্রে পরীক্ষকের স্বাক্ষরও তার করা বলে জানান তিনি। এ বিষয়ে জবি ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন বলেন, বিষয়টি সম্পর্কে আমরা পরিষ্কারভাবে এখনো কিছু জানি না। ঐ শিক্ষার্থীকে রোববার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ে এসে দেখা করতে বলা হয়েছে। তখন আমরা বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ জেনে পরবর্তী পদক্ষেপ নেবো। ভাইরাল হওয়া অ...

স্বাধীনতা দিবসে লয়ের ভিন্নধর্মী আয়োজন "শহিদদের স্মরণে দোয়া অনুষ্ঠান ও আলোচনাসভা" সম্পন্ন

Image
​ লয় রিপোর্ট অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন হলো মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সামাজিক, সাংস্কৃতিক ও অরাজনৈতিক প্লাটফর্ম লাইট অব ইয়াসরব-লয়ের ভিন্নধর্মী অনুষ্ঠান "শহিদদের স্মরণে দোয়া অনুষ্ঠান ও আলোচনাসভা"।  এতে উপস্থিত ছিলেন লয়ের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা, অতিথিবৃন্দ, অন্যান্য উপদেষ্টাবৃন্দ,  পরিচালক  এবং সাধারণ ও তালিকাভুক্ত সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানে বক্তাগণ মহান স্বাধীনতা দিবসের ইতিহাস, ভূমিকা ইত্যাদি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এরপর প্রধান উপদেষ্টার পরিচালনায় অনুষ্ঠিত মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

লাইলাতুল বারাআত প্রসঙ্গে

Image
লাইলাতুল বারাআতকে হাদিসে 'লাইলাতুন নিসফি মিন শা'বান' বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ 'শা'বানের মধ্যরাত'। এই রাতে সাধ্যমতো ইবাদত করার কথা রয়েছে। তবে নির্দিষ্ট করে এই রজনীর কোনো সালাত, জামা'আত নেই। কেউ চাইলে মুস্তাহাব হিসেবে একা একা সালাত আদায় করতে পারেন। এই পবিত্র রাত সম্পর্কিত গুরুত্বপূর্ণ হাদিসসমূহ: হযরত আয়িশা (রাঃ) থেকে বর্ণিত একটি হাদিসে রয়েছে, “আমি এক রাতে মহানবিকে (ﷺ) বিছানায় পেলাম না। তাই আমি অত্যন্ত পেরেশান হয়ে খোঁজাখুঁজি আরম্ভ করলাম। খোঁজতে খোঁজতে দেখি, তিনি জান্নাতুল বাকীর মধ্যে মহান আল্লাহর প্রার্থনায় মগ্ন। তখন তিনি আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়িশা! আমার নিকট হযরত জিবরাইল (আঃ) উপস্থিত হয়েছিলেন। তিনি বলেছেন, আজ রাত হলো নিসফে শা'বান (অর্থাৎ, লাইলাতুল বারাআত)। এ রাতে আল্লাহ তা'আলা অধিক পরিমাণে জাহান্নামবাসী লোকদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এমনকি কালব বংশের বকরিগুলোর লোম সমপরিমাণ গুনাহগার বান্দা হলেও।” (মিশকাত শরীফ-১১৫ পৃঃ) হযরত মুয়াজ ইবনে জাবাল রাঃ থেকে বর্ণিত, রসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, আল্লাহ তা'আলা অর্ধ শা’বানের রাতে (শা’বানে...

অনুষ্ঠিত হয়ে গেল লাইট অব ইয়াসরবের দ্বিতীয় বনভোজন ও মতবিনিময় অনুষ্ঠান

Image
​ লয় রিপোর্ট গত ১১ মার্চ অনুষ্ঠিত হয়ে গেল শিক্ষা ও বিজ্ঞানভিত্তিক সামাজিক, সাংস্কৃতিক, অরাজনৈতিক প্লাটফর্ম লাইট অব ইয়াসরবের (লয়) দ্বিতীয় বনভোজন ও মতবিনিময় অনুষ্ঠান।  এবার লয় পরিবার রাঙ্গামাটি ভ্রমণ করে এবং চমৎকার সব দর্শনীয় স্থান ঘোরে ঘোরে দেখে। হামদ, না'ত, গজল ইত্যাদিতে মেতে ছিল পুরো যাত্রাপথ। এছাড়া লয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মাদ আইনান ইকবালের নিজ উদ্যোগে আয়োজন করা হয় স্পেশাল কুইজ প্রতিযোগিতারও। উল্লেখ্য যে লাইট অব ইয়াসরব-লয় একটি সামাজিক, সাংস্কৃতিক, অরাজনৈতিক প্লাটফর্ম; যার মূল উদ্দেশ্য ও কার্যক্রম যুবসমাজকে দেশপ্রেমিক করে গড়ে তোলে সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন ঘটানো।

যিনি পুরো পৃথিবীটাই পরিবর্তন করলেন!

Image
লেখা: আইনান ইয়াসরবি পৃথিবীর সবচাইতে অন্ধকার, অজ্ঞতায় নিমজ্জিত এক জনপদে হঠাৎ একজন মানুষের আবির্ভাব হলো। যিনি ঐ জনপদের, ঐ সমাজের অন্য মানুষ থেকে সম্পূর্ণ আলাদা। যেখানে অন্যরা প্রতিনিয়ত অন্যায়-জুলুমে মত্ত সেখানে এই মানুষটির চিন্তা কীভাবে এসব বন্ধ করা যায়। যেখানে অন্যরা নারীদের ছোটো করে, নারীদের জীবন্ত হত্যা করে কিংবা মদ-জুয়াই মশগুল, জিনা-ব্যভিচার করে বেড়ায়, খুন-রাহাজানি করে বেড়ায় প্রকাশ্যে সেখানে ঐ ভিন্ন মানুষটি নারী অধিকারের কথা বলেন, মদ-জুয়ার বিরুদ্ধে কথা বলেন, জিনা-ব্যভিচারের বিরুদ্ধে কথা বলেন, খুন-রাহাজানি বন্ধের কথা বলেন। যেখানে অন্য মানুষেরা জড় পদার্থ, মূর্তি ইত্যাদির সামনে অনায়াসে মাথানত করে, সৃষ্টির সেরা হয়েও নিজেদের সৃষ্ট মূর্তির পূজা করে সেখানে এই মানুষটি বলেন পুরো দুনিয়ার একজনই স্রষ্টা, আর তিনিই সর্বশক্তিমান। মানুষ তাকে সৃষ্টি করে না, বরং তিনি সকল কিছুর উর্ধ্বে। চল্লিশ বছর বয়সে হঠাৎ একদিন তিনি ঐ একত্ববাদী খোদার প্রচার শুরু করলেন। পৃথিবীর নিকৃষ্ট জনপদকে, সমাজকে উৎকৃষ্ট জনপদে পরিণত করলেন। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, মূল কথা সকল ক্ষেত্রেই এই মানুষটি বিপ্লব সৃষ্ট...

অনলাইনে আইফোন অর্ডার দিয়ে পেলেন টয়লেট টিস্যুতে মোড়ানো চকলেট!

Image
ছবি: সংগৃহীত গ্রাহকদের কাছে এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন শপিং সাইটগুলি। সময় অনুযায়ী গ্রাহকের কাছে জিনিস পৌঁছে দেয়া এবং পণ্যের গুণমান বজায় রাখা তাদের জনপ্রিয়তার অন্যতম কারণ। তা সত্ত্বেও অনলাইনে কেনাকাটা করতে গিয়ে ঠকছেন বহু মানুষ। এমনই এক ঘটনা ঘটল ইংল্যান্ডের লিডসের বাসিন্দা ড্যানিয়েল ক্যারলের সঙ্গে। অনলাইনে ফোন অর্ডার করে ড্যানিয়েল পেয়েছেন চকলেট। খবর ইন্ডিয়া ডটকমের। খবরে বলা হয়, গত ২ ডিসেম্বর মোবাইল প্রস্তুতকারক সংস্থা অ্যাপেলের নিজস্ব ওয়েবসাইটে একটি আইফোন ১৩ অর্ডার দেন ড্যানিয়েল। পণ্য সরবরাহকারী সংস্থা ডিএইচএল ১৭ ডিসেম্বরের মধ্যে সেই মোবাইল ড্যানিয়েলের বাড়ি পৌঁছে দেবে বলে জানিয়েছিল। প্রায় দুই সপ্তাহ পর গত শুক্রবার পর্যন্ত সেই ফোন হাতে না পেয়ে তিনি ডিএইচএলের গুদাম থেকে মোবাইলটি ডেলিভারি নেয়ার সিদ্ধান্ত নেন। সেই কথা তিনি সংস্থার ওয়েবসাইটে জানালে তাকে শনিবার আসতে বলা হয়। বাড়ি থেকে ২৪ মাইল দূরে ডিএইচএলের গুদাম থেকে মোবাইলটি নেয়ার পর তার প্যাকিংয়ের গুণগত মান নিয়ে ড্যানিয়েলের মনে সন্দেহ তৈরি হয়। তড়িঘড়ি বাক্সটি খুলতেই তার চক্ষু চড়কগাছ! মোবাইলের বদলে বাক্সের ভেতরে রাখা রয়েছে দু’টি চকল...

স্থায়ী সনদ পেল চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটি

Image
​ লয় রিপোর্ট:   প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে স্থায়ী সনদ পেয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আজ ২৯ ডিসেম্বর প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরাবর চিঠি দিয়ে এই অনুমোদনের বিষয়টি জানিয়েছে। বর্তমানে দেশে ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। এর মধ্যে মাত্র কয়েকটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী সনদ আছে। নিয়মানুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়কে প্রথমে সাময়িক অনুমোদন দেওয়া হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী নির্ধারিত শর্ত পূরণ করলে স্থায়ী সনদ দেওয়া হয়।

অনুষ্ঠিত হলো লাইট অব ইয়াসরবের ভিন্নধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি

Image
লয় রিপোর্ট  ১২ নভেম্বর, ২০২১ রোজ শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী প্লাটফর্ম লাইট অব ইয়াসরব-লয়ের ভিন্নধর্মী এক বৃক্ষরোপণ কর্মসূচি। এই কর্মসূচির সবচেয়ে চমৎকার দিক হলো এই যে এখানে লয় পরিবারের সদস্যরা নিজেরাই চারগুলো রোপণে শ্রম দিয়েছেন। মসজিদ, কবরস্থানসহ বেশকিছু স্থানে এবং চান্দগাঁও, সিআরবিসহ অনেক জায়গায় বিভিন্ন জাতের চারা রোপণ করা হয়েছে লয়ের পক্ষ থেকে। এতে মসজিদের ইমাম-খতিবসহ, সমাজের গণ্যমান্য ব্যক্তিগণও লয়ের সদস্যদের সাথে অংশগ্রহণ করেন। ফুল, ফল ও বিভিন্ন বৃক্ষ জাতীয় চারা রোপণ করা হয় লয়ের উদ্যোগে।

অনলাইনে আইফোন অর্ডার করে নুরুল পেয়েছেন ভিমবার ও পাঁচ রুপির কয়েন!

Image
অ্যামাজনের ভারতীয় ওয়েবসাইট থেকে আইফোন ১২ অর্ডার করেছিলেন কেরালার এক ব্যক্তি। কিন্তু ডেলিভারি হতেই আঁতকে ওঠলেন তিনি। আইফোনের বক্স থেকে বের হলো একটি ভিমবার সাবান ও পাঁচ রুপির কয়েন! খবর নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, গত ১২ অক্টোবর আইফোন অর্ডার করেন কেরালার আলুভার নুরুল আমিন। অ্যামাজন পে অ্যাকাউন্ট থেকে ৭০,৯০০ রুপি পেমেন্টও করে দেন। গত ১৫ অক্টোবর তার ডেলিভারি আসে। কিন্তু বক্স খোলতেই দেখেন আইফোনের বক্সে সুন্দর করে প্যাক করা একটি ভিমবার ও পাঁচ রুপির একটি কয়েন। নুরুল আমিন অবশ্য জানিয়েছেন, আগেই সন্দেহ হয়েছিল তার। তিনি নিয়মিত অ্যামাজনে জিনিস কেনেন। অর্ডার ট্র্যাকও করেন। তিনি বলেন, সাধারণত অ্যামাজনের বেশিরভাগ প্যাকেজ হায়দ্রাবাদ থেকে কোচিতে দুই দিনে এসে যায়। এটা আসতে তিনদিন লেগেছিল। অর্ডার ট্র্যাক করার সময় তিনি লক্ষ্য করেন, মাঝে সালেমে একদিনের জন্য থেমেছিল শিপমেন্ট। আইফোনের মতো দামি প্রায়োরিটি অর্ডারে এমনটা হওয়ায় খটকা লাগে তার। সন্দেহের জেরেই অ্যামাজনের ডেলিভারি দেয়া ব্যক্তির সামনেই বক্সটি খোলেছিলেন তিনি। সেটার ভিডিও করেন। সঙ্গে সঙ্গে অ্যামাজন কাস্টমার কেয...

অনুষ্ঠিত হয়ে গেল লাইট অব ইয়াসরবের প্রথম ট্যুর ও মতবিনিময় অনুষ্ঠান

Image
লয় রিপোর্ট গত ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেল শিক্ষা ও বিজ্ঞানভিত্তিক সামাজিক, সাংস্কৃতিক প্লাটফর্ম লাইট অব ইয়াসরবের (লয়) প্রথম ট্যুর ও মতবিনিময় অনুষ্ঠান।  এই ট্যুরে লয় পরিবার কাপ্তাই ভ্রমণ করে এবং চমৎকার সব দর্শনীয় স্থান ঘোরে ঘোরে দেখে। হামদ, না'ত, গজল ইত্যাদিতে মেতে ছিল পুরো যাত্রাপথ। এছাড়া আয়োজন করা হয় স্পেশাল কুইজ প্রতিযোগিতারও। উল্লেখ্য যে লাইট অব ইয়াসরব-লয় একটি সামাজিক, সাংস্কৃতিক, অরাজনৈতিক প্লাটফর্ম; যার মূল উদ্দেশ্য ও কার্যক্রম যুবসমাজকে দেশপ্রেমিক করে গড়ে তোলে সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন ঘটানো। ক্যামেরায় ছিলেন ইমরান হোসাইন 

ভারতে সোশ্যাল মিডিয়ায় মেয়ের কীর্তি দেখে হার্টঅ্যাটাক মা-বাবার

Image
​ অনলাইন ক্লাসের জন্য স্মার্টফোন কিনে দিয়েছিল পরিবার। কিন্তু সেই ফোন ব্যবহার করে ১৫ বছরের স্কুল পড়ুয়া মেয়ে সোশ্যাল মিডিয়ায় নগ্ন ছবি পোস্ট করে। মেয়ের সেই কীর্তির কথা জানতে পেরে হার্টঅ্যাটাক হয় মা-বাবার। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের আহমেদাবাদ শহরে। পরিবারের বরাতে আনন্দবাজার পত্রিকা জানায়, মেয়ের পড়াশোনার জন্য স্মার্টফোন কিনে দিয়েছিলেন বাবা-মা। আলাদা ঘরও দেওয়া হয়েছিল, যাতে পড়াশোনায় অসুবিধা না হয়।  কিন্তু একা থাকার সুযোগেই বখে যায় কিশোরী মেয়েটি। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ছবি পোস্ট করা শুরু করে সে। পাশাপাশি চাচাতো বোনেদের এই নিয়ে উৎসাহিত করতেও শুরু করেছিল সে। মেয়েটির নগ্ন ছবি দেখেই আত্মীয়রা ওই কিশোরীর বাবা-মায়ের কাছে অভিযোগ করেন। সেই কথা শুনেই হার্টঅ্যাটাক হয় তাদের। ছবি: ইন্টারনেট 

লয়ের ইউটিউব চ্যানেলে শুরু হলো কুরআনের ভিন্নধর্মী সচিত্র অনুবাদ

Image
লয় রিপোর্ট লাইট অব ইয়াসরব  ইউটিউব চ্যানেলে পবিত্র ক্বুরআনুল মাজীদের সূরাসমূহের তিলাওয়াতসহ সচিত্র অনুবাদ করা হচ্ছে। যা সম্পূর্ণ ভিন্নধর্মী আধুনিক এক আয়োজন। সচিত্র অনুবাদের কারণে সহজেই পবিত্র ক্বুরআনের মর্ম সাধারণ মানুষ উপলব্ধি করতে পারবেন। মূলত লয়ের প্রতিষ্ঠাতা  মুহাম্মাদ আইনান ইকবাল  নিজেই তিলাওয়াত, অনুবাদসহ ভিডিয়ো সম্পাদনার যাবতীয় কাজ করছেন। এই ধরণের আয়োজন বাংলাদেশে এই প্রথম। সচিত্র অনুবাদে ভিডিয়োর মাধ্যমে  সূরার অর্থ ও মর্ম একজন সাধারণ মানুষ সহজেই বোঝতে পারেন। ভিডিয়ো দেখুন নিচে: